ইউক্রেন নিয়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধ হবে না : ফ্রান্স
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরা ফ্যাবিয়াস ইউক্রেন নিয়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধের আশংকা নাকচ করে দিয়েছেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাশিয়া যদি আগামী ২৫ মে অনুষ্ঠেয় ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনে বাধা দেয়ার চেষ্টা করে তবে মস্কোর বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা আরোপ করা হবে। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাতকারে এ সব কথা বলেছেন ফ্যাবিয়াস।
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেনকে নিয়ন্ত্রণ করা বা দেশটির ওপর আগ্রাসন মেনে নেবে না ফ্রান্স। তবে এর অর্থ এই নয় যে, রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে ফ্রান্স। বরং মস্কোর ওপর চাপ সৃষ্টির জন্য নিষেধাজ্ঞা ও কূটনীতিকে বেছে নেয়া হবে।