চট্টগ্রামে ফিরে গেলেন আল্লামা শফী
১৫ মে পর্যন্ত ঢাকা অবস্থান করার কথা থাকলেও হঠাৎ ঢাকা ছেড়ে চট্টগ্রাম ফিরে গেলেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। সোমবার বেলা ১১টায় বিমানযোগে চট্টগ্রামে ফিরে যান তিনি।
ঢাকার ফরিদাবাদ জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল কুদ্দুস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, শারীরিক অসুস্থতার কারণে হুজুর চলে গেছেন। আহমদ শফী ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও জ্বরে ভুগছেন বলে জানান তিনি।
মুফতি কুদ্দুস বলেন, ফরিদাবাদ জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম মাদ্রাসায় খতমে বুখারী অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার বিকালে হুজুর বিমানযোগে চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছিলেন। বৃহস্পতিবার পর্যন্ত তার ঢাকাতে থাকার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে তিনি চট্টগ্রামে চলে গেছেন।
এর আগে গত শনিবার আল্লামা শফী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে বারডেম হাসপাতালে নিয়ে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে খিলগাঁওয়ের আল খিদমাহ হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন খিদমাহ হাসপাতালে চিকিৎসাধীন থেকে সোমবার সকালে তিনি রিলিজ নিয়ে চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছাড়েন।