ইস্তাম্বুলে বাংলাদেশী স্টলে মুগ্ধ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা

Istambul2বাংলাদেশসহ ১০৩টি দেশের ৫৪ হাজার ছাত্রের বর্ণাঢ্য অংশগ্রহণের মধ্য দিয়ে তুরস্কে সপ্তম আন্তর্জাতিক শিক্ষার্থী সম্মেলন শেষ হয়েছে। তুরুস্কের রাজধানী আঙ্কারা, ইস্তাম্বুল, কাওনিয়া, ট্রাবজোনে, ইজমির, চানাক্কালসহ বেশ কয়েকটি নগরীতে হয় এই সম্মেলন।
ইস্তাম্বুলে তিন দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন নগরীর গভর্নর হুসাইন আভনি মুতলু। এতে বাংলাদেশী ছাত্রদের স্টলটি অন্যতম আকর্ষণীয় বিষয়ে পরিণত হয়।
Istambulসম্মেলনে বিদেশী ছাত্রদের নিজ নিজ দেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার জন্য স্টল করা হয়। এতে বাংলাদেশী ছাত্রদের স্টলটি ছিল অন্যতম আকর্ষণ। বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি দেখার জন্য শত শত দর্শণার্থী বাংলাদেশী স্টলে ভিড় করেন। তারা বাংলাদেশী পোশাক, খাবার, কুঠির শিল্প এবং প্রাকৃতিক দৃশ্যাবলীতে মুগ্ধ হন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button