বিদেশিদের সব ষড়যন্ত্র ব্যর্থ : সিরীয় রাষ্ট্রদূত
লন্ডনে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বলেছেন, হোমস শহরে নিরাপত্তা প্রতিষ্ঠায় সেনাবাহিনীর সফলতা থেকে প্রমাণিত হয়েছে, আসাদ সরকারকে উত্খাত করার জন্য বিদেশিদের সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।
সিরিয়ার বার্তা সংস্থা সানা জানিয়েছে, রাষ্ট্রদূত আলী আব্দুল কারিম বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হোমস শহর ত্যাগ এবং সেখানে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার কথা উল্লেখ করে বলেছেন, সিরিয়া চূড়ান্ত বিজয়ের দিয়ে এগিয়ে যাচ্ছে এবং সেনাবাহিনীর মনোবল ও আত্মবিশ্বাস আগের চেয়ে অনেকে বেড়েছে। তিনি বলেছেন, সরকার সবসময়ই সরকার বিরোধী গ্রুপের সঙ্গে আলোচনা ও জাতীয় শান্তি প্রতিষ্ঠা এবং সন্ত্রাসীদের মোকাবেলা করার ওপর জোর দিয়ে আসছে এবং ভবিষ্যতেও সরকারের এ নীতি অব্যাহত থাকবে।
লন্ডনে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত আরো বলেছেন, ইসরাইল ও আমেরিকা সিরিয়াসহ সমগ্র মধ্যপ্রাচ্যকে টার্গেট করেছে এবং দামেস্ক এর তীব্র বিরোধী। এ কারণে সরকার সব পক্ষের মধ্যে আলোচনার ওপর জোর দিয়ে আসছে। আব্দুল কারিম আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সিরিয়ার জনগণের প্রতিরোধের প্রমাণ হিসেবে উল্লেখ করে বলেছেন, জনগণ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে যাবে।
তিনি ব্রিটেনের সঙ্গে তার দেশের সম্পর্কের কথা উল্লেখ করে বলেছেন, দামেস্ক লন্ডনের নিরাপত্তা ও স্থিতিশীলতা কামনা করে এবং তারা মনে করে, ব্রিটেনের অভ্যন্তরীণ ঐক্য ও সংহতি দেশটিকে শক্তিশালী করবে। তিনি ইসরাইলের শত্রুতা মোকাবেলায় সিরিয়া ও লন্ডনের মধ্যে ঐক্যের ওপর গুরুত্বারোপ করেছেন।