আফগানিস্তান ফেরত ব্রিটিশ সেনাদের মানসিক রোগের হার বেড়েছে ৫৭ ভাগ
আফগানিস্তান ফেরত ব্রিটিশ সেনাদের মধ্যে মানসিক চিকিৎসা গ্রহণের হার ৫৭ শতাংশ বেড়েছে। কমব্যাট স্ট্রেস নামের একটি ব্রিটিশ দাতব্য সংস্থা এ তথ্য দিয়েছে। এতে বলা হয়েছে, আফগান যুদ্ধে অংশগ্রহণকারী বিট্রিশ সেনাদের মধ্যে ২০১২ সালে ২২৮ জন মানসিক চিকিৎসা নিয়েছেন। কিন্তু ২০১৩ সালে তা এক লাফে ৫৭ শতাংশ বেড়ে ৩৫৮ জনে পৌঁছেছে। বর্তমানে আফগানিস্তান ফেরত ৬৬০ জনের বেশি ব্রিটিশ সেনাকে চিকিৎসা দিচ্ছে কমব্যাট স্ট্রেস। চলতি বছরের শেষ নাগাদ সব ব্রিটিশ সেনা আফগানিস্তান ছেড়ে চলে গেলে এই রোগীর সংখ্যা আরো বাড়বে বলে আশংকা প্রকাশ করেছে এ সংস্থা।
সংস্থাটি আরো বলেছে, তারা এ পর্যন্ত ৫,৪০০ ব্রিটিশ সেনাকে মানসিক চিকিৎসা দিয়েছে। ব্রিটেনের গত ৯৫ বছরের ইতিহাসে এত ব্যাপক সংখ্যক সেনার মানসিক চিকিৎসার প্রয়োজন পড়েনি। এদিকে ব্রিটিশ সরকার বলেছে, সেনাদের মানসিক চিকিৎসা সেবাখাতে ৭৪ লাখ পাউন্ড বিনিয়োগ করা হয়েছে।