মসজিদ নির্মাণে অনুদান দিলেন চেলসি স্ট্রাইকার বা
ইংলিশ ফুটবল ক্লাব চেলসির স্ট্রাইকার দেম্বা বা নিজের দেশ সেনেগালে একটি মসজিদ নির্মাণে অনুদান দিয়েছেন। চেলসি স্ট্রাইকার বা সেনেগাল জাতীয় ফুটবল দলেরও সদস্য। তিনি একজন নিবেদিত মুসলিম হিসেবে পরিচিত।
বা বলেন, ‘একজন সত্যিকারের মুসলিম একজন ভালো মানুষ। তাই আমি একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করছি।’
ইংলিশ প্রিমিয়ার লিগের পেশাদার মুসলিম ৪০ ফুটবল খেলোয়াড়ের একজন হলেন বা যারা নিয়মিত ইসলামি অনুশাসন পালনে অভ্যস্ত।
ইংলিশ প্রিমিয়ার লিগে পশ্চিম আফ্রিকার প্রতিভাবান খেলোয়াডদের অংশগ্রহণ মুসলিম খেলোয়াডদের ইংলিশ ক্লাবে খেলার বাধা অনেকটাই দূর করেছে। ইংলিশ প্রথম বিভাগ ফুটবলে ১৯৯২ সালে একমাত্র মুসলিম খেলোয়াড় ছিলেন টটেনহাম হটস্পার ক্লাবের নাইম।
এর আগে মালি জাতীয় দলের ওমর কানৌত, যিনি একসম টটেনহামের হয়েও খেলতেন স্পেনের সেভিয়ায় একটি মসজিদ ক্রয়ে সাত লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছেন।