বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দল ঘোষণা
দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। বিশ্ব জয়ের লক্ষ্য নিয়ে নিজেদের সেরা খেলোয়াড় বাছাই করছে বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলো। সেই ধারাবাহিকতায় ইংল্যান্ডও ঘোষণা করল ৩০ জনের প্রাথমিক দল স্কোয়াড।
ঘোষিত এ দলে বড় ধরণের কোন চমক নেই। তরুণদের প্রাধান্য দিয়ে দল গড়া হলেও বাদ পড়েননি স্টিভেন জেরার্ড, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড ও জার্মেইন ডিফোদের মতো অভিজ্ঞরাও। তরুণ ও অভিজ্ঞদের দারুণ সমন্বয়ে ব্রাজিল বিশ্বকাপে বড় সাফল্য তুলে নিতে চান কোচ রয় হজসন।
ঘোষিত এই তালিকা থেকেই ২৩ জনের দল চূড়ান্ত করবে ১৯৬৬ সালের বিশ্বকাপজয়ী দলটি। তবে রয় হজসনের ৩০ জনের দলে সম্ভাব্য ৭ জন খেলোয়াড়কে রাখা হয়েছে অপেক্ষমাণ তালিকায়। শেষ পর্যন্ত তাদের মধ্যে যে কাউকে দেখা যেতে পারে ২৩ জনের চূড়ান্ত দলেও।
ইংল্যান্ড দল:
ফরোয়ার্ড
রিকি ল্যাম্বার্ট (সাউদাম্পটন), ওয়েইন রুনি (ম্যানচেস্টার ইউনাইটেড), ড্যানিয়েল স্টারিজ (লিভারপুল), ড্যানি ওয়েলবেক (ম্যানচেস্টার ইউনাইটেড)।
ডিফেন্ডার
লেইটন বেইনস (এভারটন), গ্যারি কাহিল (চেলসি), ফিল জাগিয়েলকা (এভারটন), গ্লেন জনসন (লিভারপুল), লুক শ (সাউদাম্পটন), ক্রিস স্মালিং ও ফিল জোনস (ম্যানচেস্টার ইউনাইউটেড)।
মিডফিল্ডার
রস বার্কলি (এভারটন), অ্যালেঙ ওঙল্যাড-চেম্বারলেইন (আর্সেনাল), রাহিম স্টার্লিং (লিভারপুল), স্টিভেন জেরার্ড (লিভারপুল), ফ্রাঙ্ক ল্যাম্পার্ড (চেলসি), অ্যাডাম লালানা (সাউদাম্পটন), জর্ডান হেন্ডারসন (লিভারপুল), জেমস মিলনার (ম্যানচেস্টার সিটি), জ্যাক উইলশের (আর্সেনাল)।
গোলরক্ষক
জো হার্ট (ম্যানচেস্টার সিটি), বেন ফস্টার (ওয়েস্ট ব্রমউইচ), ফ্রেজার ফস্ট্রার (সেল্টিক)।
অপেক্ষমান
জন রাডি (নরউইচ সিটি), জন ফ্ল্যানাগান (লিভারপুল), জন স্টোনস (এভারটন), মাইকেল ক্যারিক (ম্যানচেস্টার ইউনাইটেড), টম ক্লেভার্লি (ম্যানচেস্টার ইউনাইটেড), অ্যান্ডি ক্যারোল (ওয়েস্ট হাম ইউনাইটেড), জার্মেইন ডিফো (টরন্টো এফসি)।