রাস্তায় থামানো হলো যোগাযোগমন্ত্রীর গাড়ি
রাস্তা সংস্কারের দাবিতে সিলেটের কোম্পানীগঞ্জে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের গাড়ি থামিয়ে বিক্ষোভ করেছে স্থানীয় জনতা। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে রাস্তা থেকে সরে দাঁড়ান বিক্ষোভকারীরা। বুধবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
যোগাযোগমন্ত্রী বুধবার সকালে বেহাল সিলেট-কোম্পানীগঞ্জ সড়ক পরিদর্শনে যান। মন্ত্রী কোম্পানীগঞ্জ আসছেন শুনে টুকেরবাজারে জড়ো হন স্থানীয় লোকজন। মন্ত্রীর গাড়ি পৌঁছার আগে সেখানে পৌঁছায় সাংবাদিকদের গাড়ি। বিক্ষুব্ধ জনতা প্রথমে আটকান সাংবাদিকদের গাড়ি। এর মিনিট পাঁচেক পরই সেখানে উপস্থিত হয় যোগাযোগমন্ত্রীর গাড়ি। এরপরই লোকজন রাস্তায় নেমে এসে মন্ত্রীর গাড়ি আটকান। এ সময় মন্ত্রী গাড়ির জানালা খুলে উপস্থিত লোকজনের সাথে কথা বলেন।
মন্ত্রীকে বিক্ষোভকারীরা জানান, গত ১৫ বছর ধরে বেহাল এই রাস্তার জন্য তারা দুর্ভোগ পোহাচ্ছেন। ভাঙা রাস্তার জন্য প্রতিদিনই এই সড়কে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে। এ সময় কয়েক শত লোক রাস্তার উপর দাঁড়িয়ে স্লোগান দিতে থাকলে মন্ত্রীর গাড়ি আটকা পড়ে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুরুব্বিরা বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে নিলে মন্ত্রীর গাড়ি সামনের দিকে অগ্রসর হয়।