হাত ছাড়াই সফল টেবিল টেনিস খেলোয়াড় ইব্রাহিম (ভিডিও)
ইব্রাহিম হামাতোর একটা হাতও নেই। তবুও তিনি টেবিল টেনিস খেলেন। সৌখিন খেলা নয়, প্রতিযোগিতামূলক আসরে তাকে দেখা যায়। অনেক ভালো খেলোয়াড়কেও হারিয়েছেন তিনি। অদম্য এই মিসরীয় এখন অনেকের কাছে উদ্দীপনার প্রতীক হয়ে ওঠেছেন। আর ১০টা শিশুর মতোই জন্মেছিলেন ইব্রাহিম। দুটি হাতও ছিল। কিন্তু এক দুর্ঘটনায় তাকে হাত দুটি হারাতে হয়। কিন্তু দমে যাননি। প্রিয় খেলায় মেতে থেকেছেন।
এই লড়াকু খেলোয়াড়কে নিয়ে ভিডিও চিত্র নির্মাণ করেছে আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশন। তাতে ইব্রাহিম বলেন, ‘১০ বছর বয়সে এক দুর্ঘটনায় আমার হাত দুটি বাদ পড়ে। তবে আমি টেবিল টেনিস ভালোবাসি। দুর্ঘটনার তিন বছর পর আমি বগলে টিটি র্যাকেট ধরে খেলার চেষ্টা করি। কিন্তু পারিনি।’
কিন্তু হাল ছাড়েননি। তিনি প্যাডেলটি মুখে ধরার চেষ্টা চালালেন। সফল হলেন।
ইব্রাহিম জানান, ‘আমার জীবনের অর্জনকে দুই ভাগে ভাগ করা যায়। আমার জীবনের সেরা বিষয় হলো আমার স্ত্রী, তিনিই আমার জন্য সবকিছু করেন। দ্বিতীয় ভাগটি হলো টেবিল টেনিস। এখানেই আমি আমার সাফল্য সবচেয়ে বেশি উপভোগ করি। প্রতিটি জয়ই আমার কাছে সবচেয়ে বড় সাফল্য মনে হয়।’