ব্রিটিশ সেনাদের যুদ্ধাপরাধ তদন্ত শুরু করেছে আইসিসি
ইরাকে ব্রিটিশ সেনাবাহিনীর যুদ্ধাপরাধের বিষয়ে নতুন করে শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি। ২০০৩ সালে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন বিদেশি বাহিনীর আগ্রাসনের পর ব্রিটিশ সেনারা সেখানে যুদ্ধাপরাধ করেছে বলে অভিযোগ উঠেছে।
হেগভিত্তিক আইসিসি’র প্রধান কৌঁসুলি ফাতু বেনসুদা গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, কারাবন্দিদের পক্ষ থেকে নতুন করে অভিযোগ দায়ের করার পর আবার ব্রিটিশ সেনাদের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে- ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত ইরাকে ব্রিটিশ সেনারা কারাবন্দিদের ওপর নির্যাতন চালিয়েছে।
এর আগে, গত জানুয়ারি মাসে বার্লিনভিত্তিক ইউরোপিয়ান সেন্টার ফর কনস্টিটিউশনাল অ্যান্ড হিউম্যান রাইটস এবং বার্মিংহামভিত্তিক পাবলিক ইন্টারেস্ট লইয়ার অভিযোগ করেছে যে, ব্রিটিশ সেনারা ইরাকি বন্দিদের ওপর নির্যাতনে জড়িত ছিল। ৪০০ বন্দির সাক্ষাতকারের ভিত্তিতে সংস্থা দুটি যৌথভাবে এ অভিযোগ দায়ে করে। এসব বন্দির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছে ব্রিটিশ সেনারা।