আমেরিকা-ইউরোপ ঐক্যবদ্ধ
আসছে রুশ বিরোধী কঠিন নিষেধাজ্ঞা
ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর আরো কঠিন নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে আমেরিকা এবং তার মিত্র ইউরোপ। এ বিষয়ে আমেরিকা ও ইউরোপের নেতারা একটি খসড়া তৈরির প্রচেষ্টা জোরদার করেছেন।
ইউক্রেনের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে কোনো রকমের অস্থিতিশীলতা তৈরি করলে মস্কোর বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এ বিষয়ে আজ (বৃহস্পতিবার) লন্ডনে এক বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং ইতালির পররাষ্ট্রমন্ত্রীদেরকে ব্রিফ করেছেন। এ ধরনের নিষেধাজ্ঞাকে আমেরিকা ও ইউরোপের পক্ষ থেকে মস্কো এবং ইউক্রেনের রুশপন্থিদের জন্য ঐক্যবদ্ধ বার্তা বলা হচ্ছে। এমন বার্তা দেয়ার বিষয়ে আমেরিকা ও ইউরোপের সরকারগুলোর মধ্যে কোনো মতভেদ নেই বলেও দাবি করছেন মার্কিন কর্মকর্তারা।
আগামী ২৫ মে ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।এদিকে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের সিনিয়র এক কর্মকর্তা জানান, আগামী সোমবার পূর্ব ইউক্রেনে ঐক্য প্রতিষ্ঠার বিষয়ে সংলাপের জন্য বসবেন ইউক্রেনের সরকারি কর্মকর্তারা।