বিজেপি-৩৩৬, কংগ্রেস-৬০, অন্যান্য দল-১৪৪
দিল্লির মসনদে নরেন্দ্র মোদি
ভারতের ১৬তম লোকসভা নির্বাচনের প্রাথমিক ফলাফলে বিজেপি নেতৃত্বাধীন জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। অন্যদিকে ভরাডুবি হয়েছে সোনিয়া গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস। লোকসভার মোট ৫৪৩টি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধিন এনডিএ ৩৩৬, ইউপিএ ৬০ এবং অন্যান্যরা পেয়েছে ১৪৪টি আসন।
শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে গোটা দেশের ৯৮৯টি গণনা কেন্দ্রে নির্বাচনের ফল গণনা শুরু হয়। গত ৭ এপ্রিল খেকে শুরু হয় ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার ৫৪৩ আসনের ভোটগ্রহণ। ৯ দফার এই ভোটগ্রহণ পর্ব শেষ হয় ১২ মে।
ভারতের ইতিহাসে এবারই রেকর্ড সংখ্যক ৬৬ দশমিক ৪ শতাংশ ভোট পড়ে। ভোটার ছিল ৮০ কোটি ১৪ লাখ। ভোট দেন ৫৫ কোটি ১০ লাখ ভোটার। এবার ভোট নেয়া হয়েছে ১৮ লাখ ৭৮ হাজার ৩০৬টি ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।
এই ফলাফলের মধ্য দিয়ে একক সংখ্যগরিষ্ঠতা পেলো বিজেপি। ফলে নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।
চলতি মাসের ২১ তারিখে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বলে আভাস দিয়েছে ভারতীয় গণমাধ্যম।
এদিকে জয়ের খবর ছড়িয়ে পড়ার পর নয়াদিল্লির রাস্তায় নেমে পড়ে বিজেপি সমর্থকরা। ব্যান্ডের তালে তালে নেচে ও আতজবাজির আলোয় উল্লাসে ফেটে পড়েন তারা।