রূপচর্চায় ব্রিটিশ নারীদের অপচয় ৩ লাখ ডলার
গড়ে প্রতিটি ব্রিটিশ নারী রূপচর্চায় তার সারা জীবনে ৫,৮৪৬টি প্রসাধন সামগ্রী কেনে। অথচ প্রতি ১০টি আইটেমের মধ্যে গড়ে ব্যবহার করে একটিরও কম। বিপরীতে একজন পুরুষ সারা জীবনে মাত্র ৯৬০ প্রসাধন সামগ্রী কেনে এবং এর সবই তারা ব্যবহার করে। ফলে তারা অপচয় করে না। ভেসলিনের নতুন এক সমীক্ষায় এ তথ্য জানা গেছে।
ব্রিটিশ নারীরা তাদের সারা জীবনে ৮৪০টি ময়েশচারাইজার, ৩৬০টি নেইল ভেনিশার, ৩০০টি লিপস্টিক অব্যবহৃত অবস্থায় রেখে দেয় বা ফেলে দেয়।
এতে করে নারীরা তাদের সারা জীবনে এক লাখ ৮০ হাজার পাউন্ড (৩ লাখ এক হাজার ৮০৬ ডলার) অপচয় করে বলে পরিসংখ্যানে দেখা গেছে।
নারীরা এত সামগ্রী কেনে, অথচ ব্যবহার করে না। কেন? কারণ তারা ধীরে ধীরে ‘ন্যাচারাল লুকের’ দিকেই ঝুঁকে পড়ে। নারী ও পুরুষ উভয়ই ন্যাচারাল লুকই পছন্দ করে।
সমীক্ষায় দেখা যায়, ছেলেরা বছরে মাত্র পাঁচটি শেভিং ক্রিম, চারটি বডি ময়েশচারাইজার, চারটি ফেসিয়াল ময়েশচারাইজার কেনে। তবে তারা তাদের সঙ্গীদের অনেক সামগ্রী নিজেরাই ব্যবহার করে কাজ চালিয়ে নেয়।
গবেষকেরা জানান, প্রতি ১২ নারীর একজন স্বীকার করেছেন, তারা দিনে ৯ বার লিপস্টিক ব্যবহার করেন। বেশির ভাগ ব্রিটন দিনে তিনবার ডিওডোরেন্ট বা পারফিউম ব্যবহার করে। আর ২৫ শতাংশ লোক দিনে ছয় বা এর চেয়ে বেশিবার আয়নায় মুখ দেখে।