এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৯১.৩৪ শতাংশ
এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৯১ দশমিক ৩৪ শতাংশ। এবার জিপিএ ৫ পেয়েছে এক লাখ ৪২ হাজার ২৭৬ জন শিক্ষার্থী। শনিবার সকাল ১০টার দিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে এসএসসি পরীক্ষার ফলাফলের কপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন।
গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ছিল ৮৯.০৩ শতাংশ। গতবার জিপিএ ৫ পেয়েছিল ৯১ হাজার ২২৬ জন শিক্ষার্থী।
www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে।
এ ছাড়াও যেকোনো মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে মোবাইল মেসেজ অপশনে গিয়ে সাধারণ শিক্ষা বোর্ডের জন্য SSC ও মাদরাসা বোর্ডের জন্য Dakhil লিখে একটি স্পেস দিতে হবে। এর পর শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবারও একটি স্পেস দিয়ে পাসের সাল লিখতে হবে। এর পর এসএমএসটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
এ বছর দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ৩২ হাজার ৭২৭ জন।