বুর্জ খলিফা থেকে লাফিয়ে গিনেস রেকর্ড
একবার দেখেই যেন চোখের সাধ মিটছে না। বারবার দেখতেই ইচ্ছা করছে। এমনই একটি ঘটনা সম্প্রতি দুবাইয়ে ঘটেছে। আর সেটা হলো বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা থেকে লাফ দিয়ে ওয়াল্র্ড গিনেস বুকে জায়গা করে নেয়া। এমনই এক রেকর্ডের মালিক হলেন দুই ফরাসি দুঃসাহসি যুবক- ভিন্স রেফিট এবং ফ্রেড ফুগান।
বুর্জ খলিফা থেকে লাফিয়ে গিনেস বুকে রেকর্ড করার ইতিহাস এটিই দ্বিতীয়। একই বছরের ২১ এপ্রিল করা প্রথম রেকর্ডটি এ দুই ফরাসি যুবক ভাঙলেন মাত্র তিন ঘণ্টার (সকাল ৬-৯টা) মধ্যে।
তবে বিশষজ্ঞদের মতে, দুবাইয়ে অবস্থিত বিশ্বের সবচেয়ে সুউচ্চ ভবন নির্মানের পেছনে প্রকৃতই এক মেধাসম্পন্ন নিয়ন্ত্রকের হাত ছিল। তবে এ ভবন থেকে লাফিয়ে রেকর্ড করা সত্যিই দুঃসাহসিক বিষয়।