ব্রিটেনে যৌন অপরাধের শাস্তি কমেছে
ব্রিটেনে গত বছর যৌন অপরাধের বিরুদ্ধে শাস্তি দেয়ার হার কমে গেছে। সরকারি এক পরিসংখ্যানে এ তথ্য বেরিয়ে এসেছে। ব্রিটেনের বিচার মন্ত্রণালয় প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে- গত বছর যৌন অপরাধের ঘটনায় শাস্তি দেয়ার পরিমাণ শতকরা ৬১ ভাগ থেকে কমে ৫৫ ভাগে দাঁড়িয়েছে। অর্থাৎ ২০১২ সালে যেখানে শতকরা ৬১টি যৌন অপরাধের ঘটনায় শাস্তি দেয়া হয়েছে সেখানে ২০১৩ সালে শাস্তির সংখ্যা শতকরা হিসাবে কমে ৫৫-তে দাঁড়িয়েছে। অথচ যৌন অপরাধে মামলার সংখ্যা কমেছে মাত্র ৬৯টি বা শতকরা ১ ভাগ।
বিচার মন্ত্রণালয়ের তথ্যে দেখা যাচ্ছে- নারী, তরুণী ও ১৩ বছরের কম বয়সী মেয়েদের ওপর যৌন নির্যাতন ও হয়রানির সংখ্যা বেড়েছে। তবে, নারী ধর্ষণের ঘটনা কমেছে বলে দাবি করা হয়েছে বিচার মন্ত্রণালয়ের ওই পরিসংখ্যানে।
এদিকে, যৌন অপরাধের ঘটনায় শাস্তি কমানোর জন্য সরকারকে দায়ী করেছে প্রধান বিরোধীদল লেবার পার্টি। তারা বলেছে, টোরি দলের নেতৃত্বাধীন সরকার ধর্ষণ, অভ্যন্তরীণ সহিংসতা ও শিশুদের ওপর যৌন নিপীড়নকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।