থাই-মার্কিন মহড়ার গুলিতে ভূপাতিত নিখোঁজ বিমানটি!
নিখোঁজ মালয়েশিয়ান বিমানটি থাই-আমেরিকান সামরিক মহড়ার সময় দুর্ঘটনাক্রমে গুলিতে ভূপাতিত হয়েছিল বলে দাবি করেছেন মার্কিন লেখক-সাংবাদিক নাইজেল ক্যাথ্রোর্ন। তবে মালয়েশিয়া কর্তৃপক্ষ এই তথ্য উড়িয়ে দিয়ে বলেছে, বিমানটি যে রুটে চলছিল, সেখানে কোনো ধরনের মহড়া হচ্ছিল না।
৮ মার্চ ২৩৯ আরোহী নিয়ে মালয়েশিয়া থেকে বেইজিং যাওয়ার পথে বিমানটি নিখোঁজ হয়। এর পর থেকে বিমানটির কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না। ইতোমধ্যে বিমানটির গায়েব হয়ে যাওয়া নিয়ে নানা তত্ত্ব ভাসছে। কিন্তু কোনোটিই এখন পর্যন্ত টেকেনি।
সোমবার বিমানটি নিখোঁজ হওয়ার ৭১তম দিবসে ‘ফাইট এমএইচ৩৭০- দ্য মিস্টারি’ নামের বইটি প্রকাশিত হচ্ছে। নাইজেল দাবি করেছেন, তিনি বিভিন্ন উপাত্ত বিশ্লেষণ করে সিদ্ধান্তে পৌঁছেছেন যে বিমানটি সাউথ চায়না সাগরে গুলিতেই ভূপাতিত হয়েছে। তবে দায় এড়ানোর জন্য বিষয়টি চেপে গিয়ে ভিন্ন পথে অনুসন্ধান কার্যক্রম চালানোর ব্যবস্থা করা হয়।
নাইজেল ইতোমধ্যে ১৫০টির বেশি গ্রন্থ লিখেছেন। তিনি বলেন, দক্ষিণ ভারত মহাসাগরে কোনো ধ্বংসাবশেষ না পাওয়াটাই তার দাবির পক্ষে সবচেয়ে বড় প্রমাণ।