কায়রোয় সিসিপন্থীদের সমাবেশে বোমা হামলায় নিহত ৪
মিসরের রাজধানী কায়রোয় গতকাল রাতে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী আবদেল ফাত্তাহ আল সিসি সমর্থকদের আয়োজিত এক জনসভায় বোমা বিস্ফোরণে চারজন নিহত হয়েছে।
রোববার মিসরের নিরাপত্তা কর্মকর্তারা জানান, হামলায় আহতদের মধ্যে দুই পুলিশ সদস্য রয়েছেন।
২৬ ও ২৭ মে অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে দুই সপ্তাহ আগে নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে এই প্রথম কোনো সমাবেশ লক্ষ করে হামলা চালানো হলো।
জনসভাস্থলে একটি তাঁবুর নিচে বোমাটি পেতে রাখা হয়েছিল। বিস্ফোরণের সময় সিসি সেখানে উপস্থিত ছিলেন না।
সিসি এখনো কোনো নির্বাচনী জনসভায় বক্তব্য দেননি।
তিনি নির্বাচনে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বামপন্থী নেতা হামদীন সাব্বাহিকে পরাজিত করবেন বলে ধারণা করা হচ্ছে।
গত বছর জুলাইয়ে মিসরের নির্বাচিত ইসলামপন্থী প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে নেতৃত্ব দেন সাবেক সেনাপ্রধান সিসি। মুরসির দল মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করা হয়েছে।