মিশরে ১৬৩ ব্রাদারহুডকর্মীকে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড

Egyptমিশরের একটি আদালত রবিবার দেশটির বৃহত্তম রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের ১৬৩ জন সমর্থককে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড দিয়েছে।
প্রেসিডেন্ট নির্বাচনের আগে ব্রাদারহুডের বিরুদ্ধে দমনপীড়নের অংশ হিসেবেই দেশটির বিতর্কিত আদালত এই রায় দিল। প্রতিদ্বন্দ্বিতাহীন ওই নির্বাচনে সাবেক সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল সিসি জয়লাভ করবেন বলে ধারণা করা হচ্ছে। আগামী ২৬ ও ২৭ মে মিশরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিচারক হাসান ফরিদ সন্ত্রাসী গোষ্ঠীর সাথে সংশ্লিষ্টতা ও সহিংসতার দায়ে ১২৬ জন ব্রাদারহুড কর্মীকে ১০ বছরের এবং  কায়রোর একটি মেট্রো স্টেশন জ্বালিয়ে দেয়ার অভিযোগে অন্য ৩৭ জনকে ১৫ বছরের কারাদণ্ড দেন। এ সময় অভিযুক্তরা আদালত প্রাঙ্গনে সামরিক শাসন নিপাত যাক বলে স্লোগান দেন।
গত বছরের জুলাই মাসে মিশরের প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে বন্দুকের নলের মাথায় উৎখাত করার পর শত শত গণতন্ত্রপন্থীকে হত্যা এবং হাজার হাজার ব্রাদারহুডকর্মীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী প্রতিষ্ঠিত সরকার। এ সময় প্রহসনের বিচারের শত শত ব্রাদারহুডকর্মীকে মৃত্যুদণ্ডসহ দীর্ঘমেয়াদী সাজা দেয়া হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button