বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড হবে বাংলাদেশের পোশাক
পোশাক কারখানায় নিয়ম মোতাবেক কমপ্লায়েন্স প্রতিপালন করলে বাংলাদেশের তৈরি পোশাক সারাবিশ্বে সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ডে পরিণত হবে বলে মনে করেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। রবিবার ঢাকায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর ড. আতিউর রহমানের সাথে এক বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের তৈরি পোশাক কারখানায় কর্ম পরিবেশের উন্নয়নে রূপান্তর চলছে। ঠিকমতো কমপ্লায়েন্স মেনে চললে এ দেশের তৈরি পোশাক কারখানার কর্ম পরিবেশ আন্তর্জাতিক মানে উন্নীত হবে। এতে বাংলাদেশে প্রস্তুতকৃত তৈরি পোশাক পণ্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড হবে।’
তিনি বলেন, ‘আমার অভিমত হলো-কমপ্লায়েন্স প্রতিপালন করলে সারাবিশ্বে বাংলাদেশের তৈরি পোশাক হবে নাম্বার ওয়ান ব্র্যান্ড।’ পোশাক কারখানায় কর্ম পরিবেশের সাথে সাথে অগ্নি নির্বাপক ব্যবস্থা আন্তর্জাতিক মানে উন্নীত করার ওপর গুরুত্বারোপ করেন মজীনা।
বৈঠকে দুদেশের পারস্পারিক অর্থনৈতিক সর্ম্পক, ব্যাংকিং কর্মকাণ্ড, বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধি ও সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।