নিজ গুণে ধনী !
যুক্তরাজ্যে এক হাজার ধনী ব্যাক্তির যে তালিকা তৈরি করা হয়েছে সেখানে শতাধিক নারীও স্থান পেয়েছেন। তবে এদের মধ্যে মাত্র দু জন নিজের প্রচেষ্টায় সম্পদশালী হয়েছেন। বাকিরা উত্তরাধিকা্র সূত্রে ধনী হয়েছেন। রোববার ডেইলি মেইল পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
রোববার ‘টাইমস রিচ লিস্ট’ শিরোনামে ধনীদের যে তালিকা প্রকাশিত হয় তাতে ১১৪ জন সম্পদশালী নারীর নাম রয়েছে। গত বছর ধনী নারীদের সংখ্য ছিল ১১৮ জন। তবে দেশটিতে গত এক দশকে ধনী মেয়েদের সংখ্যা অনেক বেড়েছে।
এদের মধ্যে সম্পূর্ণ নিজের চেষ্টায় ধনী হয়েছেন মাত্র দু জন, তামারা মেলন এবং লেখিকা জে কে রাওলিং। বিখ্যাত জিমি চু জুতা কারখানার মালকিন মেলনের সম্পদের পরিমাণ হচ্ছে ১৮০ মিলিয়ন ইউরো। হ্যারি পটার কল্পকাহিনীর উদ্ভাবক রাওলিংয়ের সম্পদের পরিমাণ হচ্ছে ৫৭০ ইউরো। একজন জুতা বানিয়ে এবং অন্যজন ফ্যান্টাসি লিখে এত পয়সা কামিয়েছেন। বাকিরা স্বামীর সম্পদ পেয়ে ধনী হয়েছেন।