ইরাক সীমান্তে ছুঁটছে সিরিয়ার সাধারণ নাগরিক
হাজার হাজার সিরিয়ার সাধারণ নাগরিক টাইগ্রিস অভিমুখী ইরাক সীমান্তের দিকে ছুটে চলেছেন। অপরদিকে সিরিয়ার বেশিরভাগ সীমান্তে বিদ্রোহীরা নিয়ন্ত্রণে নিয়ে জনসাধারণকে কাউকে দেশের বাইরে যেতে দিচ্ছে না।
সিরিয়ার উত্তর প্রদেশের এই সীমান্ত দিয়ে টাইগ্রিসের ঠাণ্ডা জলের প্রবাহ রয়েছে। এই কষ্টসাধ্য সীমানা অতিক্রমে তারা ভেলা ব্যবহার করছে। এই সীমানাটি ইরাকের কুর্দিস্তানের কিছু অংশ সিরিয়ার মধ্যবর্তি কুর্দিসকে বিভক্ত করেছে।
এ বছরের শুরুর দিকে ইরাক সিরিয়া সীমান্তবর্তী সবগুলো বর্ডার আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করে দেয়। পরে যুদ্ধের কারণে মানুষের অনুপ্রবেশ ঠেকাতে সকল সীমান্ত বন্ধ করে। তারা বলছে সিরিয়ার শরণার্থী শিবির পরিপূর্ণ হয়ে গেছে।