বিমানটি গায়েব করেছে সিআইএ : মাহাথির মোহাম্মদ
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ নিখোঁজ মালয়েশিয়ান বিমানটি বিধ্বস্ত হয়নি, এটাকে গায়েব করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। মালয়েশিয়ান বিমানটি ৮ মার্চ ২৩৯ আরোহী নিয়ে কুয়ালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে নিখোঁজ হয়। এর পর থেকে ব্যাপক খোঁজখুঁজির পরও এর কোনো হদিস পাওয়া যায়নি।
মাহাথির তার ব্লগে বলেন, বিমানটি যদি ছিনতাই হয়ে থাকে, তবে সেটা সিআইএ অটোপাইলটের মাধ্যমে করে থাকতে পারে।
তিনি বলেন, বর্তমানের শক্তিশালী যোগাযোগব্যবস্থায় কোনো বিমান স্রেফ গায়েব হয়ে যেতে পারে না। আর বিমানটির কিছু হলে সেটা এর নির্মাতাপ্রতিষ্ঠান বোয়িংয়ের জানার কথা।
তিনি ব্ল্যাক বক্স বা বিমানটির ধ্বংসাবশেষ খোঁজার চেষ্টাকে অর্থের অপচয় হিসেবে অভিহিত করেন।
তিনি বলেন, বোধগম্য কিছু কারণে মিডিয়া বিমানটি অদৃর্শ হয়ে যাওয়ার পেছনে বোয়িং বা সিআইএর হাত থাকার কথা বলছে না।
৮৮ বছর বয়স্ক মাহাথির ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। তিনি অভিযোগ করেন, বিমানটির যোগাযোগব্যবস্থা নিষ্ক্রীয় করে ফেলা হয়েছিল।
এদিকে মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাকও দক্ষিণ ভারত মহাসাগরে বিমানটির ধ্বংসাবশেষ থাকার খবরকে ‘বিশ্বাস করা কঠিন’ বলে অভিহিত করেছেন।
সূত্র : ডেইলি মেইল।