ডিএমপির খবরকে মিথ্যাচার বললো র‌্যাব

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়েবসাইটে প্রকাশিত খবরকে উদ্দেশ্যমূলক ও বানোয়াট উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছে র‌্যাব।  সোমবার র‌্যাবের মহাপরিচালকের পক্ষে র‌্যাব-এর গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এ টি এম হাবিবুর রহমান এক প্রতিবাদ লিপিতে এ প্রতিবাদ জানান। এতে বলা হয়, ‘এবার অর্থ আত্মসাতে ১৮ র‌্যাব সদস্য প্রত্যাহার’ শিরোনামে ডিএমপির ওয়েব সাইটে যে খবর প্রকাশিত হয়েছে তা ‘উদ্দেশ্যমূলক ও বানোয়াট’। আরো বলা হয়, একটি সরকারি সংস্থা তথা একটি স্বনামধন্য ও সুনামধন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অফিশিয়াল ওয়েবসাইটে অপর একটি বাহিনীর সদস্যদের জড়িয়ে নির্লজ্জ মিথ্যাচার শুধুমাত্র বাহিনীসমূহের ভাবমূর্তিই ক্ষুণ্ণ করে না, বরং বাহিনীতে কর্মরত সদস্যদের মনোবল ও কর্মস্পৃহাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ করে। তাছাড়া দায়িত্বশীল কর্মকর্তাদের এহেন কর্মকান্ডের কারণে বিব্রতকর অবস্থায় পড়তে হবে সকলকে। প্রতিবাদলিপিতে আরও উল্লেখ করা হয়, ‘এলিট ফোর্স র‌্যাবে সব সময় সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়। এরই ধারাবাহিকতায় র‌্যাবে কর্মরত কোনো সদস্যের বিরুদ্ধে কোনোরূপ অভিযোগ পাওয়া গেলে তা যথাযথ গুরুত্ব দিয়ে প্রচলিত আইনের আওতায় যাচাইবাছাই করা হয়। এ প্রক্রিয়ায় অনেক সময় র‌্যাব সদস্যদের প্রয়োজনে এক ইউনিট হতে অন্য ইউনিটে সংযুক্ত/বিযুক্ত করা হয়। র‌্যাব-৩-এ কর্মরত কিছু সদস্যদের এ রকম একটি সংযুক্ত করাকে কেন্দ্র করে উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। ভবিষ্যতে এরূপ সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে  যোগাযোগের জন্য অনুরোধ করা হলো। এর আগে ঢাকা মহানগর পুলিশের ওয়েসসাইটে ‘এবার অর্থ আত্মসাতে ১৮ র‌্যাব সদস্য প্রত্যাহার’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। অবশ্য পরে আবার তা প্রত্যাহার করে নেয় ডিএমপি। প্রত্যাহারের পর উল্লেখ করা হয়, আজ ১৯/০৫/২০১৪ খ্রি. বিভিন্ন অনলাইন নিউজ  পোর্টালের তথ্যের ভিত্তিতে ডিএমপি নিউজ পোর্টালে ‘এবার অর্থ আত্মসাতে ১৮ র‌্যাব সদস্য প্রত্যাহার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি ডিএমপি নিউজ পোর্টালের সংবাদ প্রচার নীতিমালার সাথে অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় তা প্রত্যাহার করা হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button