পুতিনকে হিটলারের সঙ্গে তুলনা করলেন ব্রিটিশ যুবরাজ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন ব্রিটিশ যুবরাজ চার্লস। তিনি বলেছেন, পুতিনের কর্মকাণ্ডের সঙ্গে হিটলারের তুলনা করা যায়।
পোল্যান্ডের যুদ্ধ-উদ্বাস্তু মেরিয়েনে ফারগুসন নামে ৭৮ বছর বয়সী এক স্বেচ্ছাসেবীর সঙ্গে কানাডার একটি জাদুঘর আলাপের সময় চার্লস এ মন্তব্য করেন।
ফারগুসন এ সম্পর্কে ব্রিটেনের ডেইলি মেইল পত্রিকাকে বলেছেন, “আমি যখন জাদুঘরের প্রদর্শনী দেখানো শেষে আমার পারিবারিক জীবন এবং কিভাবে আমি কানাডায় এলাম তা নিয়ে কথা বলছিলাম তখন যুবরাজ চার্লস ওই মন্তব্য করেন। চার্লস সে সময় বলেছেন, ইউক্রেনে এখন পুতিন যা করছেন তা কেবল এডলফ হিটলারের সঙ্গে তুলনা করা যেতে পারে।” ফারগুসন দাবি করেন, চার্লস এ কথা যথেষ্ট আন্তরিকভাবে বলেছেন।
যুবরাজ চার্লসের এ বক্তব্য সারা বিশ্বের গণমাধ্যমে শিরোনাম হয়েছে। তবে রুশ গণমাধ্যম বলছে, যুবরাজ চার্লসের এ বক্তব্য রাশিয়া এবং ব্রিটেনের মধ্যকার সম্পর্ক আরো জটিল করে তুলবে।
এ বিষয়ে যুবরাজের দপ্তর থেকে বলা হয়েছে- “আমরা ব্যক্তিগত কোনো সংলাপ নিয়ে মন্তব্য করব না। তবে ব্যক্তিগত সাক্ষাতে তার এ ধরনের মন্তব্য করার কথা না।”