আবু হামজা দোষী সাব্যস্ত
ব্রিটেনের মুসলিম ধর্মীয় নেতা আবু হামজাকে দোষী সাব্যস্ত করেছে নিউইয়র্ক জুরি বোর্ড। ১১ পর্যটককে অপহরণ ও সন্ত্রাসের দায়ে সোমবার তাকে দোষী সাব্যস্ত করা হয়। এর ফলে বিচারকের জন্য তাকে সাজা দেওয়ার পথ উন্মুক্ত হলো। তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। বিচারক ক্যাথরিন ফরেস্ট আগামী ৯ সেপ্টেম্বর ম্যানহাটন আদালতে ফিরবেন এবং ওই সময়ে আবু হামজার (৬৫) যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করবেন। আবু হামজার মূল নাম মোস্তফা কামেল মোস্তফা। ব্রিটেনে তিনি আবু হামজা নামেই অধিক পরিচিত।
ইয়েমেনে ১৯৯৮ সালে পশ্চিমা কূটনীতিকদের অপহরণ, আল কায়দাকে সরঞ্জাম সরবরাহ, তালেবান যোদ্ধাদের সহযোগিতাসহ আফগানিস্তানে সন্ত্রাসী প্রেরণের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। চার সপ্তাহের বিচার প্রক্রিয়া শেষে ১২ সদস্য বিশিষ্ট জুরি বোর্ড সর্বসম্মতভাবে তাকে দোষী সাব্যস্ত করে।