অ্যাপলকে টপকে শীর্ষ প্রতিষ্ঠান গুগল
অ্যাপলকে পেছনে ফেলে শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে গুগল। বাজার বিশ্লেষক সংস্থা মিলওয়ার্ড ব্রাউন এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। আর্থিক সক্ষমতা এবং ভোক্তাদের মাঝে গ্রহণযোগ্যতার ভিত্তিতে প্রতি বছরই সারাবিশ্বের প্রায় একশ’টি প্রতিষ্ঠানের মধ্যে এ জরিপের আয়োজন করে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির প্রধান বেনোইত ট্রানজার জানিয়েছেন, চলতি বছরে সব থেকে আকর্ষণীয় প্রযুক্তি পণ্য ‘গুগল গ্গ্নাস’, যা গুগলকে অন্যতম উদ্ভাবনী প্রতিষ্ঠান হিসেবে তালিকার শীর্ষে স্থান করে দিয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বিনিয়োগ এবং বিভিন্ন যৌথ উদ্যোগ ভোক্তাদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। জরিপের ফলাফল অনুযায়ী, বর্তমানে গুগলের ব্র্যান্ড মূল্য প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৫৮.৮৪ বিলিয়ন ছাড়িয়েছে। এদিকে ব্রাউনের তালিকায় গত তিন বছর টানা শীর্ষ প্রতিষ্ঠানের স্বীকৃতি পায় অ্যাপল। তবে জরিপকারী সংস্থাটির মতে, চলতি বছর অ্যাপলের ব্র্যান্ড মূল্য ২০ শতাংশ কমে ১৪৭.৮৮ বিলিয়নে দাঁড়িয়েছে, যা অ্যাপলকে নিয়ে এসেছে তালিকার দ্বিতীয় স্থানে।
অ্যাপলের পরের অবস্থানটি আইবিএমের দখলে রয়েছে। তবে ২৯ ভাগ ব্র্যান্ড মূল্য বৃদ্ধির পরও চতুর্থ স্থানে রয়েছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির মূল্য প্রায় ৯০.১৯ বিলিয়ন। ব্রাউনের প্রকাশিত শীর্ষ ১০০টি প্রতিষ্ঠানের তালিকায় প্রথম দশটির মধ্যে অধিকাংশই যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান। -আরিফুর রহমান