বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত অঞ্চল দক্ষিণ এশিয়া
বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত অঞ্চল দক্ষিণ এশিয়া। দারিদ্র্যের বেড়াজাল থেকে এ অঞ্চলের মানুষের মুক্তির ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মারাত্মক দুর্নীতি। অবশ্য এটাও সত্য যে, কয়েক বছরে এ উপমহাদেশের অর্থনীতি জোরাল প্রবৃদ্ধি অর্জন করেছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক পর্যবেণ সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) বুধবার এ তথ্য জানায়।
‘ফাইটিং করাপশান ইন সাউথ এশিয়া : বিল্ডিং অ্যাকাউন্টেবিলিটি’ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশকালে টিআইর এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক শ্রিরাক পিলপাত বলেন, বিশ্বের এখন সবচেয়ে খারাপ অঞ্চল দক্ষিণ এশিয়া। তিনি বলেন, তাদের গবেষণায় এ তথ্য পাওয়া গেছে।