রেঙ্গা মাদ্রাসায় খতমে বুখারী অনুষ্ঠাণে আরশাদ মাদানী

শান্তি পেতে হলে ইসলামের সুশিতল ছায়াতলে আসতেই হবে

Arshad Madaniভারতের বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও দারুর উলুম দেওবন্দের মুহাদ্দিস আওলাদে রাসুল  আল্লামা সায়্যিদ আরশাদ মাদানী  বলেছেন, পৃথিবীর মানুষ আজ শান্তির জন্য হাহাকার করছে।  দুনিয়া আখেরাতে শান্তি ও মুক্তি পেতে হলে সবাইকে ইসলামের সুশিতল ছায়াতলে আসতেই হবে।  ইসলামই ্একমাত্র শান্তির ধর্ম। যারা এই ইসলামের অনুস্বরণ করবে তারাই কামিয়াবী হবে। তিনি বলেন, পৃথিবীর সকল মুসলমান একে অন্যের ভাই। তাই সকল মুসলমানের কল্যান কামনা করতে হবে।
তিনি বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গায় পবিত্র খতমে বুখারী অনুষ্ঠানে প্রধান অতিথির বয়ানে এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করবেন, জামিয়ার শায়খে ছানী মাওলানা নজির আহমদ। স্বাগত বক্তব্য রাখেন, জামেয়ার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী, শায়খুল হাদীস মাওলানা শিহাবুদ্দিন, মাওলানা ক্বারী আব্দুল খালিক, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া প্রমুখ।
অনুষ্ঠান শেষে মুসলিম বিশ্বের শান্তি-কামনা করে বিশেষ মোনাজাত করেন আল্লামা আরশাদ মাদানী।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button