গান্ধীর তিনটি চিঠির কোনো ক্রেতা পাওয়া যায়নি

Gandhiমেয়েকে ধর্ষণের অভিযোগে আটক বড় ছেলে হরিলালকে উদ্দেশ করে লেখা মহাত্মা গান্ধীর চিঠিগুলো শেষ পর্যন্ত অবিক্রিতই থেকে গেল। যুক্তরাজ্যে নিলামে তোলা তিনটি চিঠির কোনো ক্রেতা পাওয়া যায়নি।
এর আগে ধারণা করা হয়েছিল, মহাত্মা গান্ধীর হাতে লেখা ওই তিনটি চিঠি কমপক্ষে ৮০ হাজার পাউন্ডে বিক্রি হবে।
শ্রপশায়ারের মুলক’র নিলামকারীরা বৃহস্পতিবার মাত্র ২০ হাজার পাউন্ড থেকে নিলাম শুরু করলেও চিঠিগুলো কিনতে কেউ আগ্রহ প্রকাশ করেননি।
চিঠিগুলো গান্ধীর বড় ছেলে হরিলালের অবস্থা নিয়ে ১৯৩৫ সালের ৬, ১৯ ও ২৭ তারিখে লেখা হয়েছিল।
চিঠিতে হরিলালকে উদ্দেশ করে গান্ধী বলেছিলেন, ‘তোমার জানা উচিত, আমার কাছে তোমার সমস্যা আমাদের জাতীয় স্বাধীনতার চেয়ে বেশি কঠিন।’
এ ছাড়া হরিলালের মেয়ে মানুকে ধর্ষণের অভিযোগের বিষয়ে গান্ধী বলেন, ‘মানু আমাকে তোমার সম্বন্ধে বেশ কয়েকটি বিপজ্জনক কথা জানিয়েছে। সে বলেছে, তার ৮ বছর বয়স হওয়ার আগেই তুমি তাকে ধর্ষণ করেছিলে। এতে সে এতটাই আঘাত পেয়েছিল যে, তাকে চিকিৎসা নিতে হয়েছিল।’
তিনি আরও বলেন, ‘তুমি আমাকে সকল সত্য খুলে বল। তুমি এখনও অ্যালকোহল ও সেক্সে আকৃষ্ট কিনা তা জানাও। আমার মনে হয়, অ্যালকোহল গ্রহণ করার পরিবর্তে তোমার মরে যাওয়া উচিত।’
প্রসঙ্গত, মহাত্মা গান্ধীর মতো তার ছেলে হরিলালও ইংল্যান্ডে ব্যারিস্টারি পড়তে যান। ১৯১১ সালে পরিবারের সঙ্গে সকল সম্পর্কছেদ করেন হরিলাল।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button