রমযান উপলক্ষে জেদ্দায় নতুন ২০টি মসজিদ চালু হচ্ছে

Mosqueআসন্ন  রমযানের আগেই জেদ্দায় নতুন ২০টি মসজিদ চালু করা হবে। এক কর্মকর্তা একথা জানিয়েছেন। জেদ্দার ওয়াকফ ও মসজিদ কমিটির জেনারেল ম্যানেজার তালাল আল আকিল বলেন, স্থানীয় ব্যবসায়ীরা এসব মসজিদ নির্মাণে ১ কোটি ৮০ লাখ সৌদি রিয়াল অনুদান দিয়েছেন। আল মারওয়া, আল হারামাইন, আল সাফা, আল রাওয়াবি, আল মোহাম্মাদিয়া, উত্তর জেদ্দা ও উত্তর টার্মিনালসহ আরো কিছু এলাকার বাসিন্দাদের সালাত আদায়ের সুবিধার্থে এসব মসজিদ নির্মাণ করা হয়।
তিনি বলেন, আগামী রমজান মাসকে সামনে রেখে কর্তৃপক্ষ এসব মসজিদের নির্মাণ এবং বেশকিছু পুরনো মসজিদ পুনঃসংস্কার করার কাজ চালিয়ে যাচ্ছেন। আল হারামাইন এলাকার বেশকিছু বাসিন্দা কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের কাছে তাদের এলাকায় একটি মসজিদ নির্মাণের জন্য আবেদন জানিয়েছিলেন। এই এলাকায় ২০ হাজারেরও বেশি লোকের বসবাস। অথচ মসজিদ রয়েছে মাত্র আটটি। স্থানীয় বাসিন্দা জালাই বলেন, মসজিদ সংকটের কারণে অনেক সময় আমাকে এলাকার বাইরে দূরে কোথাও যেতে হয়, বিশেষ করে জুমার সালাত আদায়ে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button