‘প্রকল্প পাওয়ার জন্য স্থানীয় সরকারকে বরাদ্দের ১০% ঘুষ দিতে হয়’
স্থানীয় সরকার খাতে ব্যাপক দুনীতির অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তারা বলছে, প্রকল্প ও বিশেষ বরাদ্ধ পাওয়ার জন্য স্থানীয় সরকারকে বরাদ্দের ১০% ঘুষ দিতে হয়।
রোববার সকাল সাড়ে ১০ টায় রাজধানীর ব্র্যাক সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত ‘স্থানীয় সরকার খাত সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তোলনের উপায়’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়।
বক্তারা বলেন, উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ আইনে সংসদ সদস্যদের পরিষদের উপদেষ্টা করে তাদের পরামর্শ গ্রহণের বিধানের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থাকে রাজনৈতিক নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা হয়েছে।
বক্তারা বলেন, পৌরসভার মেয়রদের সম্মানী বৃদ্ধি করার জন্য স্থানীয় সরকারকে ২০ লক্ষ টাকা ঘুষ প্রদান করতে হয়। প্রকল্প ও বিশেষ বরাদ্ধ পাওয়ার জন্য পৌরসভার পক্ষ থেকে নিরীক্ষা কর্মকর্তাকে ৪০-৮০ হাজার টাকা ঘুষ দিতে হয়। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নিরীক্ষা কর্মকর্তাকে ৫-৭ হাজার টাকা ঘুষ দিতে হয়।
বক্তারা আরো বলেন, উন্নয়ন মূলক কাজে ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাদের বরাদ্দের ১০%-২০% পর্যন্ত ঘুষ দিতে হয়। সমাজোতার ভিত্তিতে উন্নয়ন মূলক কাজ বন্টনে বরাদ্দের ১০%-১৫% পর্যন্ত ঘুষ দিতে হয়। কার্যাদেশ বিক্রিত কমিশনে ১০%-১৫% পর্যন্ত ঘুষ দিতে হয়। লজিস্টিক ক্রয়য়ের কাজ পেতে রাজনৈতিক নেতা-কর্মী,চেয়ারম্যান এবং মেয়রকে বরাদ্দের ১০%-১৫% পর্যন্ত ঘুষ দিতে হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআইবি’র উপদেষ্টা হাফিজ উদ্দিন এলজিইডি প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা ও টিআইবি’র নির্বাহী পরিচালক ড: ইফতেখারুজ্জামান প্রমুখ।