দেশে থাইল্যান্ডের পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র হচ্ছে
বাংলাদেশে থাইল্যান্ডের মতো পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। রবিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে দেশরত্ন পরিষদের আলোচনা সভায় তিনি এমন আশঙ্কার কথা জানান।
বিরোধী জোটের প্রতি ইঙ্গিত করে হাছান মাহমুদ বলেন, তাদের রাজনীতি সব সময়ই ষড়যন্ত্রের। স্বাধীনতাবিরোধীদের নিয়ে খালেদা জিয়া মানুষ হত্যা করেছেন।
তিনি দাবি করেন, ‘তাদের ষড়যন্ত্র থেমে নেই। তারা এখন বাংলাদেশকে থাইল্যান্ডের মতো করতে চায়।’
হাইকোর্ট চত্বরে খালেদা জিয়ার সমাবেশ প্রসঙ্গে এই আওয়ামী লীগ নেতা বলেন, হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে সমাবেশ ডাক দেয়া আদালতের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানো ও অবমাননা করা।
তিনি বলেন, গুম, খুনের সঙ্গে খালেদা জিয়া ও তাদের সহযোগী স্বাধীনতাবিরোধীদের সম্পৃক্ততা রয়েছে। শুধু গুম-খুনই নয়, মানুষ হত্যাসহ সব অপরাধের দায়ে তার (খালেদা) বিচার হবে।
আরেকটু পঁচন ধরলে আন্দোলন- খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি নেত্রীর অনেক আল্টিমেটাম কোনো কাজে আসেনি। তাদের পঁচা নেতারা আন্দোলনে আসেননি। তাকে আমি বলবো- নিজের ও দলের গন্ধ নেন, উৎকট গন্ধ বেরুচ্ছে।’
সংগঠনের সভাপতি চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, শিক্ষক নেতা শাহ আলম সাজু, আওয়ামী লীগ নেতা জিএম আতিক, অরুণ সরকার রানা প্রমুখ।