মধ্যপ্রাচ্য সফরে পোপ ফ্রান্সিস
মধ্যপ্রাচ্যে তিন দিনের এক সরকারি সফরে গতকাল শনিবার জর্ডান পৌছেছেন পোপ ফ্রান্সিস৷ বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর ধর্ম ও সংস্কৃতি উপদেষ্টা প্রিন্স গািজ৷ জর্ডান ছাড়াও এই সফরে পোপের ইসরায়েল ও ফিিলস্তিন যাওয়ার কথা রয়েছে৷ অর্থোডক্স চার্চের সঙ্গে সম্পর্কোন্নয়নের লক্ষ্যে তিনি এই সফর করছেন৷ তবে সাংবাদিকেরা বলছেন, পোপ ফ্রান্সিস এই অঞ্চলে বিদ্যমান উত্তেজনা প্রশমনে নিজের প্রভাব কাজে লাগাতে পারেন৷ প্রিন্স গািজ বলেন, পোপ ফ্রান্সিসের এই সফর চ্যালেঞ্জিং হলেও তা হবে সম্মানজনক৷