কাবা শরিফে জুমার নামাজ আদায় করেছেন খালেদা জিয়া

Kaledaবিএনপি চেয়ারপর্সন ও বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলের নেতা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ মক্কায় কাবা শরিফে জুমার নামাজ আদায় করেছেন। এ সময় তিনি বিশেষ মোনাজাতে বাংলাদেশ ও জনগণের শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করেছেন। এ সময় মক্কা প্রাদেশিক বিএনপির প্রধান উপদেষ্টা খন্দকার হেলাল সিআইপি নেতৃত্বে মক্কার বিএনপির নেতা কর্মীরা খালেদা জিয়ার সাথে উপস্থিত ছিলেন। তার সফরসঙ্গী হিসেবে তার ছোট ভাই শামীম এস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতিমা ও তাদের দুই ছেলে, প্রেস সচিব মারুফ কামাল, বিএনপি সহ-সভাপতি শমসের মবিন চৌধুরী, বিরোধীদলীয় নেতার একান্ত সচিব সালেহ আহমেদ, ঢাকা মহানগরীর বিএনপির সদস্য সচিব আ: সালাম, আবুল খায়ের ভ’ইয়া এমপি, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোসাদ্দেক হোসেন ফালু ও আলোকচিত্রী নুরউদ্দিন আহমেদ, সৌদি আরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব এবং সৌদিআরব পশ্চিমাঞ্চল যুবদলের ও ১/১১ এর খালেদা জিয়া-তারেক মুক্তি পরিষদের আহবায়ক প্রিন্স আল লিনটন, মক্কা প্রাদেশিক বিএনপি সভপতি মাও: রফিক, মক্কা প্রাদেশিক যুবদলের সভাপতি মইনূল ইসলাম ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। খালেদা জিয়া সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ বিন আ: আজিজের আমন্ত্রণে পবিত্র ওমরা পালনের জন্য ১০ দিনের সৌদি সফর করছেন। বেগম খালেদা জিয়া ৬ আগষ্ট তারিখ শবে কদর পর্যন্ত কাবা শরিফে ইবাদত বন্দেগী করবেন। ৭ আগষ্ট তার দেশে ফেরার কথা রয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button