ক্যালিফোর্নিয়ায় হত্যাকারী হলিউড পরিচালকের সন্তান

USAক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছে ইসলা ভিসটায় শুক্রবার ছুরি ও বন্দুক হামলা চালিয়ে ছয়জনকে হত্যা শেষে যে যুবক আত্মহত্যা করেছে তার পরিচয় জানা গেছে।
পুলিশ বলছে, তার নাম ইলিয়ট রজার (২২)। তার বাবা ২০১২ সালে হলিউড কাঁপানো ছবি ‘দ্য হাঙ্গার গেমস’র সহকারী পরিচালক পিটার রজার।
ইলিয়ট প্রথমে তিন জনকে ছুরিকাঘাত করে হত্যা করে। পরে এলোপাতাড়ি গুলী চালিয়ে আরো তিনজনকে হত্যা শেষে আত্মহত্যা করে। এ ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়। যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার এটি সর্বশেষ ঘটনা। এসব হামলার কারণে ব্যক্তিগত বন্দুক রাখার অনুমোদন দেয়া না দেয়া নিয়ে দেশটিতে বির্তক এখন জোর পর্যায়ে রয়েছে।
সান্ট্রা বারবারা কাউন্টি শেরিফ বিল ব্রাউন এক সংবাদ সম্মেলনে বলেন, ইলিয়ট প্রথমে তার অ্যাপার্টমেন্টে একের পর এক ছুরি চালিয়ে তিন পুরুষকে হত্যা করে। পরে সে কালো রঙের একটি বিএমডব্লিউ গাড়ি চালিয়ে রাস্তায় তিন নারীকে টার্গেট করে গুলী চালায়। এদের মধ্যে দুজন নিহত হন। এরপর সে ভার্সিটির ক্রিস্টোফার মার্টিনেজ নামের অপর এক শিক্ষার্থীকে গুলী করে হত্যা করে। ইলিয়ট এরপর এলোমেলো গাড়ি চালাতে থাকে এবং পথচারীদের লক্ষ্য করে একের পর এক গুলী চালায়। এতে ১৩ জন আহত হয়। এক পর্যায়ে ইলিয়ট নিজের মাথায় একাধিক গুলী চালায়।
পুলিশ তার গাড়ি থেকে তিনটি হ্যান্ডগান ও গোলাবারুদ উদ্ধার করে। প্রত্যেকটি বন্দুকই কেনা ও রেজিস্ট্রি করা। তার পরিবার সূত্রে বলা হয়েছে, ইলিয়ট মানসিক ভারসাম্যহীন। তার চিকিৎসা চলছিল।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button