মিসরে প্রেসিডেন্ট নির্বাচন শুরু
মিসরে সোমবার থেকে দুই দিনব্যাপী প্রেসিডেন্ট নির্বাচন শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে রাত ৯টা পর্যন্ত। নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বি সাবেক সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল সিসি ও বামপন্থী রাজনীতিবিদ হামদিন সাবাহি। ধারণা করা হচ্ছে, এ নির্বাচন দেশটিতে তিন বছর ধরে চলা রাজনৈতিক অস্থিরতা কমাতে সাহায্য করবে। দেশটিতে মোট ভোটার সংখ্যা পাঁচ কোটি ৮০ লাখ। ফলাফল ঘোষণা হবে আগামী ৫ জুন। উল্লেখ্য, গত জুলাইয়ে দেশটিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর সিসি তার সমর্থকদের ওপরও ব্যাপক দমন-পীড়ন চালান। অপরদিকে ২০১২ সালের নির্বাচনে তৃতীয় অবস্থানে ছিলেন সাবাহি। বিশ্লেষকদের ধারণা, সাবেক সেনাপ্রধান সিসি খুব সহজেই নির্বাচনে জয়লাভ পাবেন।