বাংলাদেশকে ৬শ’ কোটি ডলার দেবে জাপান
আগামী চার থেকে পাঁচ বছরে বাংলাদেশকে ছয়শ’ কোটি ডলার অর্থ-সহায়তা দেবে জাপান। সোমবার বাংলাদেশ এবং জাপানের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ ঘোষণায় এ কথা বলা হয়। এর আগে সফররত বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
এছাড়া স্থানীয় সময় সকাল সোয়া ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আকাসাকা প্রাসাদের নয়নাভিরাম চত্বরে পৌঁছলে তাঁকে এ উষ্ণ অভ্যর্থনা দেয়া হয়।
সংক্ষিপ্ত এ অনুষ্ঠানে জাপানের প্রতিরক্ষা বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন। তিনি গার্ড পরিদর্শন ও সশস্ত্র বাহিনীর অভিবাদন গ্রহণ করেন।
জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চারদিনের সরকারি সফরে রবিবার টোকিও পৌঁছান শেখ হাসিনা।