প্রধানমন্ত্রীর শপথ নিলেন মোদি

Modiঅবশেষে সার্ক দেশের নেতানেত্রীসহ প্রায় কয়েক হাজার অতিথির উপস্থিতিতে শপথ নিলেন বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।আজ স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার পর রাষ্ট্রপতি ভবনের সামনে প্রশস্ত আঙিনায় শপথগ্রহণ করেন মোদি। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এ সময় উপস্থিত ছিলেন।পরে মোদি রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে প্রণাম করেন। এর আগে এই আঙিনায় ভারতের আরও দুজন প্রধানমন্ত্রী শপথ নিয়েছিলেন। তারা হচ্ছেন চন্দ্রশেখর ও অটল বিহারি বাজপেয়ি। ভারতের কোনো প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে এই প্রথম সার্ক দেশের নেতানেত্রীদের আমন্ত্রণ জানানো হলো।নরেন্দ্র মোদির পর ভারতে মন্ত্রীরা একে একে শপথ নেন।
এ উপলক্ষ্যে সকাল থেকেই দিল্লিতে পা রাখতে শুরু করেন সার্ক দেশের নেতারা। নরেন্দ্র মোদীর শপথে যোগ দিতে সকাল ১১টায় দিল্লি নগরীতে প্রবেশ করেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। পাকিস্তানের ইতিহাসে এই ঘটনা প্রথম। পাকিস্তানের ইতিহাসে এই ঘটনা প্রথম।
এর আগে দিল্লি এসে পৌছেন মরিশাসের প্রধানমন্ত্রী নবীন রামগুলাম।আগের দিন বাংলাদেশ থেকে শপথ অনুষ্ঠানে যান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী। অনুষ্ঠানে যোগ দিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে। গুজরাট ভবনে পৌঁছছেন সম্ভাব্য মন্ত্রীরা। গুজরাট ভবেন দফায় দফায় বৈঠকে করেন মোদি।অনুষ্ঠানে সামনের সারিতে আসন গ্রহণ করেন প্রতিবেশি দেশ আফগনিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইও।
উপস্থিত রয়েছেন নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা, মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামেন আবদুল গাইয়ুম, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোগবে এবং মরিশাসের প্রধানমন্ত্রী নবীন রামগুলাম (মরিশাস সার্ক সদস্য নয়, তবে পর্যবেক্ষক দেশ) যোগ দিচ্ছেন শপথ অনুষ্ঠানে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফরে থাকায় পাঠিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে। গতকাল রোববার দুপুরে তিনি দিল্লি পৌঁছেছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button