ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট পেট্রো পোরোসেনকো
ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনে ধনকুবের ও চকোলেট কিং খ্যাত পেট্রো পোরোসেনকো প্রাথমিকভাবে জয়ী হয়েছেন বলে জানা গেছে। প্রথম পর্যায়ের সদ্য সমাপ্ত ভোটের বুথ ফেরত সমীক্ষায় দেখা গেছে, পেট্রো ৫৬ শতাংশ ভোট পেয়েছেন। ভোটের চূড়ান্ত ফলাফল জানা যাবে আজ সোমবার।
ফলাফলের পর তিনি জানান, তার নীতি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক ভালো করতে সহায়তা করবে। একই সঙ্গে দেশের পশ্চিমের সংঘাতপূর্ণ এলাকায় শন্তি ফিরিয়ে আনবে বলে জানান তিনি। যুদ্ধ বন্ধ এবং দেশে শান্তি ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন পেট্রো।
রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবদীরা নির্বাচনে বিঘ্ন ঘটানোর চেষ্টা চালায়। এতে প্রায় ২০ জন নিহত হয়েছেন বলে জানা যায়। নির্বাচনে ভোটারের অংশগ্রহণ প্রায় ৪৫ শতাংশ ছিলো বলে জানা গেছে।