সংকুচিত হচ্ছে র্যাবের কর্মকান্ড
সুনির্দিষ্ট কাজের বাইরে অন্য কোনো ধরনের ‘বাড়তি’ কর্মকাণ্ডে অংশ নেবে না এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাবে। তবে সরকারের নির্দেশে যে কোনো ধরনের দায়িত্ব পালন করবে এই বাহিনী। সোমবার র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক এটিএম হাবিবুর রহমান একথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘কয়েকদিন আগে ডিজি মহোদয় র্যাবের প্রত্যেকটি ব্যাটালিয়নকে সুনির্দিষ্ট সাতটি মৌলিক কাজের বাইরে বাড়তি কোনো কাজে অংশ নিতে হবে না বলে জানিয়ে দিয়েছেন।’
এখন থেকে চেকপোস্ট বসিয়ে তল্লাশি, ট্রাফিক নিয়ন্ত্রণ, টেন্ডারবাক্স পাহারা, জমিজমা ও টাকা লেনদেন সংক্রান্ত সমস্যা এবং পারিবারিক বিরোধ নিয়ে তারা কোনো ধরনের কর্মকাণ্ড চালাবে না বলে জানান র্যাবের মুখপাত্র।
তিনি বলেন, ‘মৌলিক সাতটি কাজ- অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত, সশস্ত্র জঙ্গি ও সন্ত্রাসীদের আটক, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ বিস্ফোরক দ্রব্যসহ সব ধরনের অবৈধ দ্রব্য উদ্ধার, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করা, গোয়েন্দা তথ্য সংগ্রহ করা, সরকারি নির্দেশে অপরাধ তদন্ত করা এবং সরকারের নির্দেশে যে কোনো ধরনের দায়িত্ব পালনের বাইরে কোনো কাজ করবে না র্যাবে।’
র্যাবেসদস্যরা বাড়তি কিছু দায়িত্ব পালন করতো জানিয়ে হাবিবুর বলেন, ‘এ বাড়তি দায়িত্বগুলোই গুরুত্বপূর্ণ হয়ে উঠছিল। আর এতে মৌলিক কাজে গতি কমে আসায় এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যায় কুখ্যাতি অর্জনের পর সমপ্রতি নারায়ণগঞ্জের সাত গুম-খুনের ঘটনায় র্যাবের নাম আসায় সবচেয়ে বেশি সমালোচিত হয় এই এলিট ফোর্স। টাকার বিনিময়ে এই গুম-খুনে কয়েকজন র্যাব কর্মকর্তা জড়িত ছিলেন বলে অভিযোগ ওঠে।