ছায়াহীন কাবা শরীফ
আগামী বুধবার স্বল্প সময়ের জন্য ছায়াহীন হয়ে পড়বে কাবা ঘর। দিনের আলোতে যে কোনো স্থাপনার ছায়া থাকলেও বুধবার কাবা শরিফের ক্ষেত্রে এই ব্যতিক্রমী ঘটনাটি ঘটবে বলে জানিয়েছে জ্যোতির্বিজ্ঞানীরা।
জ্যোতির্বিজ্ঞানীরা জানান ২৮ মে বুধবার দুপুর ১২টা ১৮ মিনিটে সূর্য কাবা ঘরের উপর ঠিক লম্বালম্বি অবস্থান করবে। এ কারণে স্বল্প সময়ের জন্য কাবা ঘরের কোন ছায়া থাকবে না। এ ঘটনাকে জ্যোতির্বিজ্ঞানের ভাষায় ছায়াহীনতা বলা হয়।
জ্যোতির্বিজ্ঞানীরা আরো জানান, বিষুব রেখা ও কর্কট ক্রান্তি রেখার মধ্যবর্তী স্থানে অবস্থান করার কারণে বছরে দু’বার কাবা ঘরের এ রকম ছায়াহীন হয়ে পড়ে। ২৮ মে’র পর আবার ১৬ জুলাইয়েও একই ঘটনা ঘটবে। এই সময়ে সাধারণ মানুষকে খালি চোখে সূর্যের দিকে তাকাতে নিষেধ করেছেন বিজ্ঞানীরা।