বিশ্বকাপ ফুটবলে বিতরণ করা হবে পবিত্র কোরআনের ২,৫০,০০০ কপি
কুয়েতের আওকাফ মন্ত্রণালয় জানিয়েছে যে ব্রাজিলে অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপ ফুটবলের সময় তারা বিভিন্ন ভাষায় অনূদিত পবিত্র কোরআনের ২ লাখ ৫০ হাজার কপি বিতরণ করবে।
স্পেনিস, পর্তুগিজ, ইংরেজি এবং ফরাসি ভাষায় অনূদিত কোরআনের এসব কপি হোটেল, স্টেডিয়াম এবং অন্যান্য পাবলিক প্লেসে বিতরণ করবে কুয়েতের কোরআন বোর্ড, যা আল কাবাস নামেও পরিচিত।
১২ জুন থেকে ফিফার ফুটবল বিশ্বকাপ শুরু হচ্ছে এবং চলবে ১৩ জুলাই পর্যন্ত। ৩২টি দেশ এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
এর মধ্যে ৬টি মুসলিম প্রধান দেশ- আলজেরিয়া, ক্যামেরুন, আইভরি কোস্ট, নাইজেরিয়া, ইরান এবং বসনিয়া-হারজেগোভিনাও রয়েছে।