প্রতিবছর ধূমপানে মারা যায় ৬০ লাখ লোক
জনস্বাস্থ্য প্রচারণা সত্ত্বেও বিশ্বব্যাপী ধূমপানে মৃত্যুর হার বেড়েই চলেছে। বিশ্বে প্রতিবছর শুধু ধূমপানে মারা যায় প্রায় ৬০ লাখ লোক (৬ মিলিয়ন)। এর মধ্যে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে মৃত্যুহার বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) এক রিপোর্টে এ তথ্য জানা যায়।
পানামায় অনুষ্ঠিত এক সম্মেলনে হু জানায়, বর্তমানে বিশ্বে তামাক ব্যবহারের প্রবণতা যেভাবে বৃদ্ধি পেয়েছে তা যদি অব্যাহত থাকে তবে ২০৩০ সাল নাগাদ বিশ্বে শুধু ধূমপান বা তামাকজাতীয় দ্রব্য ব্যবহারে প্রতি বছর ৮০ লাখ লোক প্রাণ হারাবে। রিপোর্টে আরও বলা হয়, এর মধ্যে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে ৮০ শতাংশ লোক ধূমপানে মারা যাবে বলে ধারণা করা হচ্ছে।
হুর পরিচালক ড. মারগারেট চেন বলেন, ধূমপানের বিজ্ঞাপন বন্ধ করতে আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার। কারণ প্রত্যেক দেশের দায়িত্ব তামাক সম্পর্কিত অসুস্থতা, অক্ষমতা ও মৃত্যুর হাত থেকে জনগণকে রক্ষা করা। জিনিউজ।