ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ !
অবাক হচ্ছেন? ভাবছেন এ বুঝি পাগলের প্রলাপ। আসলে কিন্তু তা নয়। আসন্ন ব্রাজিল বিশ্বকাপে থাকছে ক্রিকেটের দেশ বাংলাদেশের নামও। ব্রাজিলে যখন নেইমাররা বল পায়ে এদিক, সেদিক ঘোরাঘুরি করবেন, তখন তাদের সঙ্গে সঙ্গে থাকবে বাংলাদেশের নাম। ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সিতে যে লেখা থাকবে- ‘মেইড ইন বাংলাদেশ’।
শুধু ব্রাজিল নয়, আরো কয়েকটি দেশ বাংলাদেশে তৈরি জার্সি ব্যবহার করবে। গতবছর দেশের ইতিহাসে ভয়াবহ গার্মেন্টস দুর্ঘটনা ঘটার পর ব্রাজিলের ফুটবল কর্তারা সিদ্ধান্ত নিয়েছেন তাদের পোশাকে থাকবে বাংলাদেশর নাম।
বিজিএমইএ সূত্রে জানা গেছে, শুধু মাত্র ব্রাজিল নয়, ইউরোপের দেশ ফ্রান্সও ‘মেইড ইন বাংলাদেশ’ লেখা জার্সি পরে মাঠে নামতে পারে।
সূত্র আরো জানায়, নাভানা টেক্সটাইল লিমিটেড, কেয়া কম্পোজিট লিমিটেড, এনার্জি প্যাক ফ্যাশন, ডেকো ফ্যাশন এবং আফতাব ফ্যাশনসহ মোট ১০০টিরও বেশি পোশাক কারখানা ব্রাজিলে পোশাক রপ্তানি করেছে। ব্রাজিলে বিশ্বকাপ উপলক্ষে ২০১২-২০১৩ অর্থবছরে প্রায় ১৭১.৮৪ ইউএস ডলার মূল্যের পোশাক রপ্তানি করেছে এ সব কারখানা।