রাজধানীতে জামায়াতের মিছিলে পুলিশের গুলি, আহত ২০
রাজধানীর মতিঝিলে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশে গুলি, ও টিয়ার সেল নিক্ষেপ করে সমাবেশ পণ্ড করে দিয়েছে পুলিশ। বুধবার বিকেলে দৈনিক বাংলা মোড়ে এ ঘটনা ঘটে। এতে পথচারী আব্দুল কুদ্দুস (৩০) নামে এক ফল ব্যবসায়ীসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। আহত ব্যবসায়ীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত পৌনে ৮টার দিকে প্রাথমিক চিকিৎসা শেষে মতিঝিল থানার এসআই রফিকুল ইসলাম আব্দুল কুদ্দুসকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন।
এদিকে জামায়াতে ইসলামী এক প্রেসবিজ্ঞপ্তিতে দাবি করেছে, পুলিশের হামলায় তাদের বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। পুলিশ ৬ জনকে গ্রেফতার করেছে। তবে পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটার দিকে ফকিরাপুল ২৮/বি টয়েনবি সারকুলার রোড থেকে জামায়াত-শিবিরের একটি মিছিল বের হয়। এসময় মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালায়। এ সময় ফকিরাপুল পেট্রোল পাম্মের পাশের গলি দিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে আহত হন ফল ব্যবসায়ী আব্দুল কুদ্দুস। পুলিশের ছোঁড়া শটগানের একটি গুলি তার পিঠে বিদ্ধ হয়। পরে তার ভাই আব্বাস তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে পুলিশের মতিঝিল জোনের ডিসি আশরাফুল ইসলাম বলেন, বিকেলে জামায়াত-শিবিরের একটি মিছিল বের হলে পুলিশ তাদের বাঁধা দেয়। এসময় তারা পুলিশের উপর হামলা চালালে পুলিশ মিছিলটি ছত্র ভঙ্গ করতে রাবার গুলি ছুড়ে। ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ডিসি।