পাকিস্তানে ড্রোন অভিযান বন্ধের আশ্বাস যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি পাকিস্তানের নাগরিকদের উদ্দেশে গতকাল বলেছেন, ওয়াশিংটন অচিরেই ড্রোন অভিযান বন্ধ করবে। খুব শিগগিরই এ ধরনের পদক্ষেপ নেয়া হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। কৌশলগত অবস্থানের দিক থেকে গুরুত্বপূর্ণ রাষ্ট্র পাকিস্তানের জনগণের মধ্যে জন্ম নেয়া মার্কিন-বিদ্বেষী মনোভাব দূর করতেই যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে সাক্ষাতের পর কেরি বলেছেন, তারা পূর্ণ অংশীদারিত্ব পুনঃস্থাপনে সম্মত হয়েছেন। এরপর টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে কেরি বলেছেন, যেহেতু আমরা অধিকাংশ হুমকিকে দূরে সরাতে পেরেছি, আমি মনে করি এ কর্মসূচির অবসান হবে।