টোকিও প্রেসক্লাবে শেখ হাসিনা

ভারতের সঙ্গেও সম্পর্ক আগের মতোই থাকবে

Hasinaভারতের নতুন সরকারের সঙ্গেও বাংলাদেশের সম্পর্ক আগের মতোই অটুট থাকবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে জাপানের টোকিওর জাতীয় প্রেসক্লাবে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলোচনাকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারত তাদের নিজস্ব পররাষ্ট্রনীতির ওপর ভিত্তি করে চলে। পার্শ্ববর্তী ২ দেশের সম্পর্ক সবসময় পারস্পরিক আলোচনার ভিত্তিতে, বন্ধত্বপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ভারতের ৫টি সরকারের সঙ্গে অত্যন্ত বন্ধুত্বপূর্ণভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রেখেছে। সেক্ষেত্রে ভারতের নতুন সরকার এলেও তাদের সঙ্গে আগের সরকারের মতোই বাংলাদেশের সুসম্পর্ক থাকবে।
শেখ হাসিনা বলেন, নীতিগত ভিন্নতা থাকা খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু কোনো সমস্যা তৈরি হলে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে তার সমাধান করা যেতে পারে।
তিনি ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বিষয়ে তার দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যেকোনো সমস্যা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব।
সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে শেখ হাসিনা বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষেদে জাপানের পক্ষে বাংলাদেশ সমর্থন দেবে কিনা তা উভয় দেশের উচ্চ পর্যায়ের আলোচনার মাধ্যমের ঠিক করা হবে।
১৯৯৭ সালে প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম মেয়াদকালে ভারতের সঙ্গে গঙ্গা পানি বণ্টন চুক্তির কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, গঙ্গা পানি বণ্টন চুক্তির কারণে এ নিয়ে দুই দেশের দীর্ঘদিনের বিরোধের অবসান হয়।
শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি প্রসঙ্গে বলেন, এই চুক্তি স্বাক্ষরিত হওয়ায় দুদশকের জঙ্গিবাদের অবসান ঘটে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button