সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষক নিহত

Azadসৌদি আরবের দাম্মামে সড়ক দুর্ঘটনায় একজন বাংলাদেশি শিক্ষক নিহত হয়েছেন। তার নাম আবুল কালাম আজাদ। তিনি বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল-দাম্মাম’র ভাইস প্রিন্সিপাল হিসেবে কর্মরত ছিলেন। গত ২৫ মে সেখানকার শপিং সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ২৫ মে মধ্যরাতে দাম্মামে নিজ বাসার পাশে কায়েন শপিং সেন্টারের সামনে রাস্তা পার হতে গেলে প্রথমে একটি দ্রুতগামী প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে তিনি অন্য আরেকটি প্রাইভেটকারের নিচে গিয়ে পড়েন। তাকে আহত অবস্থায় দ্রুত দাম্মাম সেন্ট্রাল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সড়ক দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদ দাম্মামের এই বাংলাদেশি স্কুলে গত ২০ বছরে ধরে শিক্ষকতা করছিলেন। তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন গণিত শিক্ষক ছিলেন। ৫৬ বছর বয়সী আবুল কালাম আজাদ স্ত্রী ও চার মেয়ে রেখে গেছেন।
তার মৃত্যুকে অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন স্কুলের চেয়ারম্যান মোহাম্মদ বজলুর রহমান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button