ব্রিটিশ সংসদ সদস্যরা ২ বছরে মদ পানে ব্যয় করেছেন ১৪ লাখ পাউন্ড
ব্রিটেনের সংসদ সদস্যরা দুই বছরে মদের পেছনে ১৪ লাখ পাউন্ড স্টারলিং অর্থ ব্যয় করেছে। এ সব মদ সংসদ সদস্য, তাদের ব্যক্তিগত কর্মী বাহিনী এবং সংসদ সদস্যদের অতিথিরা পান করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম। তথ্য জানার অধিকার বিষয়ক আইনের আওতায় এ সংক্রান্ত তথ্য-উপাত্ত প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, ২০১২ এবং ২০১৩ সালে ব্রিটিশ সংসদ মদের পেছনে এ বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে। ব্রিটিশ সংসদ চত্বরে অতিথি আপ্যায়নের রেওয়াজ রয়েছে। ফলে ব্রিটিশ সংসদের নিম্নকক্ষ হাউজ অব কমন্স এবং উচ্চকক্ষ হাউজ অব লর্ডসের সদস্যবর্গ ও তাদের কর্মী বাহিনীর সঙ্গে মদ পানের এ মহোৎসবে অতিথিরাও যোগ দেয়ার অবাধ সুযোগ পেয়েছেন।
এ ছাড়া, খবরে আরো বলা হয়েছে, ২০১১ সাল থেকে মদ খাতে ব্রিটিশ সংসদ সদস্যদের ব্যয় দিনে দিনে বেড়েই চলেছে। ব্রিটিশ জনগণকে যখন তীব্র অর্থনৈতিক মন্দা এবং ব্যয় হ্রাসের ধকল পোহাতে হয়েছে তখন মদ বাবদ সংসদ সদস্যদের এ বিপুল অর্থ ব্যয় দেশটির গণতান্ত্রিক মূল্যবোধকে মারাত্মক উপহাসের বিষয় করে তুলেছে।